Shareholder Medicare Card

Shareholder Medicare Card

Shareholder Medicare Card

সম্মানিত শেয়ার সদস্যের মেডিকেল সুবিধাবলী

  • সম্মানিত শেয়ার সদস্য এবং তার নমিনীর জন্য সকল প্যাথলজিক্যাল পরীক্ষার উপর ৭৫% ছাড়। তবে যেসকল টেস্ট বাহির থেকে করতে হয়, সেক্ষেত্রে কর্পোরেট মূল্য প্রদান করতে হবে।
  • পরিবারের অন্যান্য সদস্য ও নিকট আত্মীয়-স্বজনের জন্য ৬০% ছাড়। তবে যেসকল টেস্ট বাহির থেকে করতে হয়, সেক্ষেত্রে কর্পোরেট মূল্য প্রদান করতে হবে।
  • হাসপাতালের নিয়োগপ্রাপ্ত মেডিকেল অফিসার (EMO/RMO) পরামর্শ ফি সম্পূর্ণ ফ্রি
  • বিশেষজ্ঞ/গেস্ট ডাক্তারদের পরামর্শ ফি রোগী নিজ বহন করবেন।
  • ইনডোর/হাসপাতালে ভর্তি রোগীর ক্ষেত্রে বেড ভাড়া ও সার্ভিস চার্জ ফ্রি(শুধুমাত্র শেয়ারহোল্ডারও তার পরিবার), তবে সার্জন/এ্যানেস্থেসিয়া ও মেডিসিন খরচ রোগী বহন করবেন।

মেডিকেল চেকআপ প্যাকেজ
(বছরে একবার বিনামূল্যে করাতে পারবেন)

ক্রমিক টেস্টের নাম
CBC
RBS
S. Creatinine
S. Lipid Profile
SGPT
HBsAg
Urine R/E
ECG
USG of W/A
১০X-Ray: Chest P/A